নিস্তব্ধ রাত্রির ক্রোড়ে আমি শুধু একা

This slideshow requires JavaScript.

আকাশের রেকাবীতে এক ফালী চাঁদ । জ্যোৎস্না ধৌত বারান্দায় বসে একা নির্জন রাস্তা গুনি… নৈঃশ্বব্দের পদচারণা শুনেছ কী? ঘুম কেড়ে নেওয়া রাত্রির আবেশে স্বপ্নের প্রহরী যখন জাগে একা!

বাতাসে ভেসে আসে চামেলীর সুবাস। ওই গাছটি পিছনের আঙ্গিনায় আছে পোতা ! আর সেই অচেনা সুরের মুর্চ্ছণা ? দূর, বহুদূর হতে ভেসে আসে, জল প্রপাতের ঊগ্র ছন্দে গাঁথা…সেও কী জাগে একা?

রাত জাগা পাখী কে ও ? আমারই যে সখা। ভোরের বাঁশীর তান বাজে বুঝি ওই।

জ্যোত্স্না-স্নাত নিশুতি রাত, মেঘের ললাটে হাঁসে মুখচোরা চাঁদ

কান পেতে, আনমনে শোনে, সে যে আগ্রহে ব্যাকুল। নিশ্ছিদ্র আঁধারে আলোর ঠিকানা খোঁজে, হতাশার দিগন্তে আশার রশ্মিরেখা…যায় কী দেখা…?

রাত জাগা পাখী সে যে আমারই মতন। নিদ্রার নীরব আহুতি জ্বেলে প্রহর-প্রহর জেগে থাকে, “সব ঝুঠ হ্যায়, তফাৎ যাও!” ফুঙ্কারে বিদীর্ণ করে নিষ্ঠুর স্তব্ধতা…

***

বেজে ওঠে দেয়াল ঘড়ী সশব্দে…

ঢং… ঢং …ঢং…

কে ও বসে একা ? শুন্য সমারোহে, মহাকাল হেঁসে ওঠে, আদি অনন্ত পথ অতিক্রমণ করে, একই প্রশ্নের তালে তাল দিয়ে, বাজে বিষণ্ণ ভেরী…দুম্ দুম্ দুম্।

নাই চোখে ঘুম…

সেই পুরাতন অনুরণন…

আমি শুধু একা …!!!

আমি শুধু একা …!!!

আমি শুধু একা …!!!

***

যেদিকে দু চোখ যায়, সুদুরে কাছে হায়, রুদ্ধ করে আমায়, নির্বাক বিহ্বলতা

 

হা হা করে ওঠে রব, ধরাতল নিশী-নভ, বন-বিথী যুথি স্নিগ্ধ বন্য গন্ধ মাখা।

মুখর চতুর্দিশী, নীরবতা গায় গীতি, অতি পরিচিত  ছন্দে, বদ্ধ শ্বব্দ লিপি,ছিন্ন বিছিন্ন করি নিটোল নিস্তব্ধতা…

ডেকে বলে “শোনো সখি, আমরা সবাই আছি, তোমার চির সাথী, অনাদি প্রবাহ তীরে, অধীর অপেক্ষরতা…

তুমি নও যে একা…”

***

 

 

 

 

————–

সকলকে সাদর আমন্ত্রণ জানাই আমার বাংলা ব্লগে – www.vanderloost.blogspot.com

 

Tags : নৈঃশ্বব্দ, রাত্রি, একাকীত্ব, চাঁদ, আকাশ, বাংলা ব্লগ, গদ্দে লেখা পদ্য

About gc1963

A working woman with interests in reading, writing, music, poetry and fine arts.

6 responses »

  1. সবুজ মোহাইমিনুল says:

    চমত্কার !!!
    “শোনো সখি, আমরা সবাই আছি, তোমার চির সাথী, অনাদি প্রবাহ তীরে, অধীর অপেক্ষরতা…
    তুমি নও যে একা…”

    চমত্কার!! সব শব্দের গাথুনী …..আপনার যতগুলো বাংলা লেখা পড়েছি এটাকে আমি ১ নম্বরে রাখবো

    Like

    • gc1963 says:

      সবুজ, খুব ভালো লাগল আপনার আসা। আরো ভালো লাগল জেনে যেঁ আমার লেখা আপনার ভালো লেগেছে। অশেষ ধন্যবাদ। চেষ্টায় ত্রুটি রাখব না। গীতশ্রী

      Like

      • সবুজ মোহাইমিনুল says:

        স্বার্থপরের মত যদি বলি তাহলে বলব বাংলায় লেখা চালিয়ে যান কারণ আপনার লেখাগুলো আমার ভাল লাগে, তাই আরো পড়তে চাই
        কিন্ত আমার মনে হচ্ছে আপনি বাংলায় লিখে প্রচন্ড আনন্দ পাচ্ছেন …তাই গীতশ্রীর আনন্দটাই মুখ্য হোক

        Like

  2. gc1963 says:

    সবুজ,

    সাহিত্যিক মহলে স্বার্থপর পাঠকের প্রয়োজন সর্বাধিক। আপনার স্বার্থপরতা আমার কাছে সেই কারণেই বাঞ্ছনীয়। তবে ভাই ঠীকই ধরেছেন । বাংলায় লিখতে অপরিসীম আনন্দ অনুভব করছি। আর আনন্দের মাত্রা দ্বিগুন বেড়ে যায় যখন আপনার মতন অনুরাগী ব্লগারের তারীফ মেলে। আপনি আমায় যেমন বলেন “লিখে যান” আমি আপনাকে পাল্টা বলি আপনার মতন পাঠকেরা যদি আমার ব্লগ পড়তে ইচ্ছুক থাকেন আমি তাহলে সত্যি লেখা ছাড়তে পারব না। ধন্যবাদ

    Like

    • সবুজ মোহাইমিনুল says:

      ফেইসবুকে একটি কবিতার পেইজ খুলেছি …..আমার ব্লগের সাইড বারে লিঙ্ক রয়েছে ….দেখার জন্য গীতশ্রীকে আমন্ত্রণ জানানো হল

      Like

  3. gc1963 says:

    দেখেছি। আসব ।

    Like

Leave a comment